জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার জম্মু জেলার নাগ্রোটা এলাকায় গুলিতে নিহত চারজন জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে ভারতীয় বাহিনী দাবি করেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন ভোর সাড়ে ৪টার দিকে একটি ট্রাককে মাঝপথে আটকান রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।
জম্মুর পুলিশপ্রধান এসএসপি শ্রীধর পাটিল বলেন, জঙ্গিরা একটি গাড়ির ভেতরে লুকিয়েছিল।
নিরাপত্তাকর্মীদের হাতে নিহত চারজন জইশ-ই-মোহম্মাদের সদস্য। সংঘর্ষে একজন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।
ভারতীয় প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, এ অভিযানে শুরুতে পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী ছিল। পরে সেনাবাহিনীও তাদের সঙ্গে যোগ দেয়।
সংঘর্ষের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। নাগ্রোটা ও উধমপুরের টিলটিং এলাকায় সব যান চলাচল বন্ধ রাখা হয়েছে।