হাদিউজ্জামান: ক্রাইমবাতা রিপোট: পাটকেলঘাটা: বিনা ওয়ারেন্টে পুলিশ বসত ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করায় সাতক্ষীরার পাটকেলঘাটায় দুই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই দুই নারীকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করেছে।
ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পাটকেলঘাটা থানার দাদপুর গ্রামে মৃত মোজাম শেখের বাড়িতে যায় মারামারি ঘটনা ঘটে। এঘটায় পাটকেলঘাটায় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় এজাহার নামীয় আসামী করাহয় মোজাম শেখের দুই পুত্র শেখ মনিরুজ্জামান (৩২) ও শাহিনুর রহমান (২৭), মোজাম শেখের স্ত্রী রুমা বেগম (৫৮) ও তাঁর কন্যা ছন্দা খাতুন।
পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণপদ সমাদ্দার আসামী ধরতে জানালা ভেঙে ঘরে প্রবেশ করায় দুই নারী আসামী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। তিনি আরো জানান, দুই ভাইকে আটকের পর তাঁদের ভাইয়েরা রুমা ও ছন্দাকে বিষপান করতে বলে। তাঁরা বিষপান করলে তাঁদেরকে বাঁচাতে ঘরের জানালা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তিকরা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, সময় মোজাম শেখের দুই পুত্র শেখ মনিরুজ্জামান (৩২) ও শাহিনুর রহমান (২৭) বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। পুলিশ তাঁদেরকে আটক করে। এসময় ঘরে মধ্যে তালা দিয়ে মোজাম শেখের স্ত্রী রুমা বেগম (৫৮) ও তাঁর কন্যা ছন্দা খাতুন ঘরে থাকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা জানিয়েছেন পুলিশ তাঁদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি ওয়ার্হেদ মোর্শেদ জানিয়েছেন আমি ছুটিতে আছি। পরে থানার সরকারি নাম্বারে বারবার যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেনি।