র‌্যাবের পৃথক অভিযানে সাতক্ষীরায় বিপুল পরিমাণে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার

ক্রাইমবাতা রিপোট:   র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সদস্যদের পৃথক অভিযানে ৫১ বোতল ফেন্সিডিল ও ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। আটককৃতরা হলেন, পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ার আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও আব্দুর রহমানের স্ত্রী নাছিমা (৪০) এবং সাতক্ষীরার পাথরঘাটা গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে মো.শাহাদাত হোসেন সরদার (১৯)।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার সময় তারই নেতৃত্বে সাতক্ষীরা সদর থানাধীন মাগুড়া কর্মপাড়া সবুজ সংঘ ক্লাবের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় নাছিমাকে ১৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ৬১ তারিখ ২৬.১১.২০২০খ্রী.।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব সদস্যরা ঝাউডাঙ্গা-পাথরঘাটা সড়কের মোঃ বাবুলের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় মোঃ শাহাদাত হোসেন সরদারকে ৫১ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং ৬২ তারিখ ২৬.১১.২০২০খ্রী.।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।