আনন্দ টিভি’র ২০২০ সালের শ্রেষ্ট প্রতিবেদকের ডবল সম্মাননা পেলেন সাংবাদিক হাসান

নিজস্ব প্রতিবেদকঃআনন্দ টিভিতে সর্বোচ্চ নিউজদাতা ও  বিশেষ অবদান রাখায় আনন্দ উৎসব-২০২০ সালের শ্রেষ্ট প্রতিবেদকের ডবল সম্মাননা স্মারক ক্রেস্ট পেলেন সাংবাদিক হাসানুর রহমান হাসান। কক্সবাজারে ৫দিন ব্যাপী আনন্দ উৎসবের সমাপনী দিনে কক্সবাজার জেলা সাংস্কৃতিক কেন্দ্রে শুক্রবার রাতে আনন্দ টিভি’র মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস সাতক্ষীরার জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান এর হাতে শ্রেষ্ট প্রতিবেদকের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরোয়ার কামল, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার কর্তৃপক্ষ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন কর্নেল অবঃ ফুরকান আহমেদ, এইচ.আর এডমিনের এজিএম সাইফুল ইসলাম, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা, ব্যবস্থাপনা পরিচালকের একান্ত পিএস জাহিদ, ক্যাবল ডিষ্টিবিউশন ইনচার্জ এবাদুল ইসলাম,কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুক সহ আরও অনেকে।
আনন্দ টিভি’র ডবল সম্মাননা ক্রেস্ট পাওয়ায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান এর পক্ষ থেকে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস, এইচ.আর এডমিনের এজিএম মোঃ সাইফুল ইসলাম, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা, ব্যবস্থাপনা পরিচালকের একান্ত পিএস জাহিদ, ক্যাবল ডিষ্টিবিউশন ইনচার্জ এবাদুল ইসলাম সহ ও অগনিত শুভাকাঙ্ক্ষী, দর্শক সহ সকল কে আন্তরিক শুভেচ্ছা জানান। আগামীতে ভালো কাজের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আনন্দ টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।