মৃত্যু ৬৬০০ ছাড়ালো ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৯ জনের প্রাণ গেলো, শনাক্ত ১৭৮৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৬০৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭৮৮ জন। মোট শনাক্ত ৪ লাখ ৬২ হাজার  ৪০৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮৭ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৭৮হাজার ১৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৬৪টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৭৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৭লাখ ৫৭ হাজার ৩২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ২শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।।

Check Also

স্বাধীনতার পর এবারই জামায়াতে ইসলামী স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে-জেলা জামায়াতের সেক্রেটারি… মাওঃ আজিজুর রহমান 

 আশাশুনি (সাতক্ষীরা)সংবাদদাতা।। স্বাধীনতার ৫৪ বছর পর এবারই জামায়াতে ইসলামী মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।