কলারোয়ায় সড়কে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬০/৬৫ বছর বয়সী তার। শনিবার সন্ধ্যায় কলারোয়া সরকারি কলেজ এলাকার আকবর সরদারের মিল নামের মোড়ের একটি দোকানের বারান্দা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশ। মৃতদেহটি সেখানে পড়ে ছিলো। কলারোয়া থানার ডিউটি অফিসার বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি সুরতহাল করে থানা চত্বরে এনে রেখেছে। রবিবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দা শেখ সাহিদ হাসানসহ কয়েকজন জানান, ‘গত ৩/৪দিন ধরে অজ্ঞাত ওই ব্যক্তিকে উল্লিখিত স্থানের আশপাশে বসে থাকতে দেখা গেছে। কিছু জিজ্ঞাসা করলেও কোন কথা বলতো না। কেউ কিছু দিলে খেতো। শনিবার বিকাল ৪টার দিকে আকবর সরদারের তেল মিলের পাশের একটি দোকানের বারান্দায় ওই  লোকটিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে বহু মাছি ভনভন করে বসে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে নিশ্চিত হওয়া যায় লোকটি মারা গেছেন। পরে থানায় সংবাদ দিলে সন্ধ্যায় পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।