বান্দরবানে ২৮ স্বর্ণের বারসহ স্বামী-স্ত্রী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্ত এলাকা থেকে ২৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় স্বামী ও স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রাম থেকে ওই স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৪ ভরি চার আনা তিন রতি।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন- একই এলাকার মো. ফারুক এবং তার স্ত্রী মরিয়ম বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রামের বাসিন্দা মো. ফারুকের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় সীমান্তবর্তী বসতবাড়ি থেকে তল্লাশি করে ২৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৪ ভরি ৪ আনা ৩ রতি।

এ ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি বিল্লাল হোসেন সিকদার জানান, মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিপুল স্বর্ণ পাচারের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

খবর পেয়ে তথ্যমতে সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ২৮টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।