করোনাভাইরাসে আক্রান্ত জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কেমন আছেন

ক্রাইমবাতা রিপোট:  করোনাভাইরাসে আক্রান্ত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সুস্থ আছেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান,মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার অসীম রহমতে আমীরে জামায়াত ভালো আছেন। রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তাঁর ফুসফুসের সংক্রমনের মাত্রা ১০%। অক্সিজেন নিতে হচ্ছে না। অক্সিজেন সেচুরেশন লেভেল ৯৮। ব্লাড সুগার ও ব্লাড প্রেসার লেভেল স্বাভাবিক আছে। গলা বসে যাওয়ায় কণ্ঠস্বর কিছুটা নিচু। শ্বাস কষ্ট নেই। ডাক্তার ফোন ব্যবহার এবং কথা বলা নিয়ন্ত্রণ করতে বলেছেন। ভিজিটর এলাউ করছেন না। সকলের কাছে মুহতারাম আমীরে জামায়াতের দ্রুত সুস্হতার জন্য খাছ দোয়া অব্যাহত রাখার আহবান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলকে ঈমানী সব পরীক্ষায় উত্তীর্ণ হবার এবং সবর এখতিয়ার করার তাওফিক দান করুন। আমীন।। -Mia Golam Porwar সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের আমির তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর একান্ত ইচ্ছায় আমার কভিড-১৯ পজিটিভ। গত আট দিন শরীরে সামান্য পরিবর্তন লক্ষ করছিলাম। গতকাল কভিড-১৯ টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজ টেস্টের রেজাল্ট পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ইচ্ছায় তা পজিটিভ এসেছে। আল্লাহ তায়ালার কাছে আরজ করি, এটি যেন আমার গুনাহখাতা থেকে ক্ষমা পাওয়ার অছিলা হয়। আপনাদের সবার কাছে দোয়া চাই।’

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।