আকবর হোসেন, তালাঃ সাতক্ষীরা তালায় কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে টাটা ক্রপ কেয়ার কোম্পানীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার(০৮ ডিসেম্বর) তালা উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্টিত মতবিনিময় সভায়
তালা কৃষি অফিসার কৃষিবীদ হাজিরা খাতুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সাতক্ষীরা (পিপি) অতিরিক্ত উপ-পরিচালক খালিদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, টাটা ক্রপ কেয়ার কোম্পানীর এমডি কেশব সাধু, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) জসীম উদ্দিন, তালা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, টাটা ক্রপ কেয়ার কোম্পানীর সেলস ম্যানেজার আমিরুল ইসলাম, ডিভালপমেন্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র মার্কেটিং অফিসার মিল্টন মন্ডল, এমপিও কাওসার মোড়লসহ তালা কৃষি অফিসের সকল উপ-সহকারী কর্মকর্তা প্রমুখ ৷ মতবিনিময় সভায় টাটা ক্রপ কেয়ার কোম্পানীর বিভিন্ন পন্যের গুনগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ৷ এ সময় অতিথিবৃন্দরা বলেন, টাটা ক্রপ কেয়ার কোম্পানীর পন্য দেশের অন্যান্য পন্যের চেয়ে গুনগত মান অনেক ভাল, তারা বলেন, সামনে আমের মৌসুম, আমাদের কিটনাশক ঔষধ গাছের স্প্রে করলে গাছের পোকা মরবে কিন্তু মৌমাছি মরবে না ৷ অনুষ্ঠান শেষে সকলকে টাটা ক্রপ কেয়ার কোম্পানীর একটি করে ব্যাগ উপহার দেয়া হয় ৷