গাবুরার নজরকাড়া দৃষ্টি নন্দন প্রকল্পের সুস্বাদু মিষ্টি পানির এক মনোরম আধার

চির সবুজ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সন্নিহিত খোলপেটুয়া নদীর পূর্ব তীর ঘেঁসে উপকূলীয় ইউনিয়ন গাবুরার ৯নং সোরা গ্রামের ওয়াপদার বেড়িবাঁধের বাইরে জেগে ওঠা
বিশাল চরের কান্ট্রি সাইডে প্রায় বিশ একর ভূমির উপর ২০০৪ খৃষ্টাব্দে গড়ে ওঠে অত্যাধুনিক নজরকাড়া “দৃষ্টি নন্দন ” প্রকল্প।
এ প্রকল্পের আওতায় রয়েছে প্রায় পাঁচ একর ভূমিতে সুস্বাদু মিষ্টি পানির এক মনোরম আধার।
সাগর থেকে নিয়ত বয়ে আসা লোনা পানির স্বতত:প্রবাহে প্লাবিত ভূমি সিঞ্চিত এ সুস্বাদু মিষ্টি পানি মহান স্রষ্টার এক অনন্য নিয়ামত। বিগত মহা ঝঞ্ঝাবিক্ষুব্ধ “আইলা”র মহাপ্লাবনে প্লাবিত দ্বীপ ইউনিয়নের চল্লিশ হাজার মানুষের প্রায় দুইতৃতীয়াংশই অদ্যাবধি এই সুপেয় পানি পানে
তাদের পিপাসা নিবারণ করে আসছে। পুকুরের মৎস্য প্রজননে প্রতি বছর প্রায় দুই লক্ষ টাকার আয় দিয়ে চলছে
এখানে দৃষ্টিনন্দন ভাবে গড়ে ওঠা মসজিদ ও এতিমখানা।
সরকারী অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে একটি সুবৃহৎ দৃষ্টিনন্দন ত্রিতল সাইক্লোন শেল্টার কাম প্রাইমারী স্কুল।
দৃষ্টিনন্দন সুবৃহৎ পুকুরের চারপাশের ভূমিতে প্রতিবছর উৎপাদিত হয় হাজার হাজার টাকার ধান-ফসল। পুকুরের চার পাশে এবং প্রকল্পের ভিতরের অংশে দৃষ্টিনন্দন্দিত ভাবে শোভা পাচ্ছে সারিবদ্ধ বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছের সমারোহ।সাইক্লোন শেল্টার কাম স্কুলের আঙ্গিনা
জুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন খেলার মাঠ,যেখানে প্রতিদিন সকাল বিকাল দিলখোলা মন ও মানসে খেলাকরে
তৃপ্তিপায় এলাকার শতশত শিশু-কিশোর। বয়োবৃদ্ধরা এবং আপামর জনগন ওপার থেকে বয়ে আসা চিরহরিৎ সুন্দরবনের নির্মল মৃদুমন্দ সুশীতল বায়ুসেবনে নিয়ত পরিতৃপ্ত হয়ে লাভ করে প্রানসন্জিবনী শক্তি। মধুর মৌসুমে
সতত গুন্জরিত হয় মধুকরের আনাগোনা, আমোদিত আর পুলকিত হয়ে ওঠে মৌ মৌ আমেজে সারা গ্রাম।প্রতিবছর
এখানে ভীড় জমায় হাজার সৌন্দর্যপিপাসু পর্যটকপ্রবর।সুন্দরবনের কোল ঘেঁসে গড়ে ওঠা উপকূলের এ শ্রেষ্ঠ নিয়ামতটি আজ ভাঙনের হুমকীর সম্মুখীন।গত ২০ শে সেপ্টেম্বর থেকে খরস্রোতা খোলপেটুয়ার প্রবল স্রোতের তোড়ে ভেঙ্গে গেছে প্রকল্পের দক্ষিন-পশ্চিম কৌনিকের প্রায় ২০০ মিটার বাঁধ। আল্লাহর অপার মেহেরবানীতে এখনো টিকে আছে প্রকল্পের মূল ভূখন্ড।এখন জরুরী প্রয়োজন দ্রত সরকারী পদক্ষেপ এবং জনগনের আন্তরিক সহযোগিতা।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের আশু কার্যকর সুদৃষ্টি কামনা করছি।
———-গাজী নজরুল ইসলাম।

Check Also

আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনিতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবসা পর্যালোচনা ও কর্মী সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।