খাব্বাব ইবনুল আরাত (রা.) হলেন বিশ্বের ষষ্ঠ মুসলসান, তাই তাকে ‘সাদেকুল ইসলাম’ বলা হয়। তিনি ছিলেন আনসারের দাস এবং মক্কা থেকে তরবারি নির্মাণের কলাকৌশল নিয়ে একটি দোকান দিয়ে তাতে কাজ করতেন। খাব্বাব ইসলাম গ্রহণের পর আর গোপন রাখতে পারলেন না। অল্প সময়ের মধ্যে তার এ খবর তার মনিব আনসারের নিকট পৌঁছে গেলে। তোমার সম্পর্কে আমরা একটি কথা শুনেছি, আমরা তা বিশ্বাস করিনি। তিনি বললেন, কী কথা? শুনেছি, তুমি নাকি ধর্ম ত্যাগ করে বনী হাশিমের এক যুবকের অনুসারী হয়েছ …? তিনি বললেন, আমি ধর্মত্যাগী হইনি, তবে লা শারিক এক আল্লাহর ওপর ঈমান এনেছি। তোমাদের মূর্তিপূজা ছেড়ে দিয়েছি, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল (সা.)। কথাগুলো শোনামাত্র তারা তার ওপর ঝাঁপিয়ে পড়লো এবং দোকানের হাতুড়ি, লোহার পাত ও টুকরা তার ওপর ছুড়ে মারলা। এতে তিনি সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, দেহ তার রক্তে রঞ্জিত হয়ে গেলো। আগুন জ্বালিয়ে পাথর গরম করলো এবং সেই পাথরের ওপর তাকে শুইয়ে দিয়ে একজন তার বুকের ওপর পা দিয়ে ঠেসে ধরেন। এভাবে তিনি শুয়ে থাকতেন আর তাঁর দু’কাঁধের চর্বি গলে বেয়ে পড়তো। এতে তার পিঠের গোশত উঠে যেত।
Check Also
সাতক্ষীরাসহ বিভিন্নস্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সাতক্ষীরাসহ সমগ্র মুসলিম বিশ্বে সোমবার, ১২ রবিউল আউয়াল ধর্মীয় ভাবগাম্ভির্য ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে …