স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে সাতক্ষীরায় সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিনিয়ার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ন কবির, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বিশ্বাস, সরকারী কলেজের অধ্যাপক আমানউল্লাহ আল হাদী, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিডি নুরুল ইসলাম, অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ বদিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ কাজী আরিফ আহমেদ, ডাঃ হরষিত চক্রবর্তী সহ সাতক্ষীরা সকল সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশ দেশের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ। জাতির পিতা যদি দেশ স্বাধীন না করতেন তাহলে আমরা এতবড় অফিসার হতে পারতাম না। যারা জাতির পিতাকে অস্বীকার করবে তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না। বঙ্গবন্ধুর কারনে আমরা পেয়েছি স্বাধীন দেশ, স্বাধীন ভাবে কথা বলা ও চলার অধিকার, কোন অবস্থায় বঙ্গবন্ধুর সম্মান নষ্ট করতে দেওয়া হবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, তাকে বাদ দিলে বাংলাদেশ অস্তিত্ব কল্পনা করা যায় না। কুষ্টিয়ায় যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছেন তারা দেশ ও জাতির শত্র“, এ ঘটনার সাথে জড়িত কোন ভাবে ছাড় দেওয়া হবে না। তার সর্বোচ্চ শাস্তির দাবি করেন বক্তারা।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …