বেনাপোল ব্লাড ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ এবং পরিচিত সভা অনুষ্ঠিত

মো আল-আমিন। বেনাপোল,যশোর: ” তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ ” এই স্লোগানে আত্মপ্রকাশ ঘটল একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন বেনাপোল ব্লাড ফাউন্ডেশন এর। বেনাপোল রহমান চেম্বার একটি পরিচিতি সভার মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। ব্লাড ফাউন্ডেশন এর পরিচালক রেজাউল হোসেন আকাশের পরিচালনা সভাপতি পারভেজ মোশাররফ সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল এর সঞ্চালনায় বেনাপোল রহমান চেম্বার এ অনুষ্ঠিত হয় পরিচিতি সভা। এই অনুষ্ঠানে বেনাপোল ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার তদন্ত ওসি আজিজুর হক, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী, রবি ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি, টেকনো সফট বাংলাদেশের সিইও ইঞ্জিনিয়ার মোঃ শাহ জালাল, গাজীপুর ওয়ার্ড কাউন্সিলর হাজী মিজানুর রহমান, বেনাপোল রহমান চেম্বারে স্বত্বাধিকারী বিশিষ্ট নারী উদ্যোক্তা সেতু সাহিদা রহমান সহ আরো অনেকে। সাংস্কৃতিক কর্মকান্ড দুঃস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো খেলাধুলা এ ধরনের সমাজসেবামূলক কাজের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটল বেনাপোল ব্লাড ফাউন্ডেশন এর। জরুরী মুমূর্ষ রোগীদের রক্তের জন্য যোগাযোগের ফোন নাম্বার 01922297778, 01615979785 এছাড়াও বেনাপোল ব্লাড ফাউন্ডেশন এর ফেসবুক পেইজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। রোগীর সচেতনতামূলক লিফলেট বিতরণ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং শিক্ষা সামগ্রী খেলাধুলা কার্যক্রম এর মাধ্যম দিয়ে বেনাপোল ব্লাড ফাউন্ডেশন এর সাংগঠনিক যাত্রা শুরু হলো।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।