চৌগাছায় মাস্ক না পরায় ৭ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোঃ রুহুল আমিন(চৌগাছা)যশোর,প্রতিনিধিঃযশোরের চৌগাছায় মাস্ক পরিধান না করায় ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  মাস্ক না পরে প্রকাশ্যে বের হওয়ার অপরাধে ৪ দোকানদারকে ২ হাজার টাক এবং ৩ জন পথচারীর কাছ  থেকে ১ হাজার জরিমানা করেন।

আজ সোমবার দুপুরে শহরের শাড়ী পট্রি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) জানান, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আদালত পরিচালনার সময় উপজেলার কমিশনার (ভূমি) নারায়ণচন্দ্র পাল এবং চৌগাছা থানার পুলিশ উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ’ কেজি অপদ্রব্য মিশ্রিত আম জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে বাজারজাত করার উদ্দেশ্যে গাছ থেকে আম পাড়ার সময় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩৫০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।