https://www.youtube.com/watch?v=p8ZLYGgciNY
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার হায় রে,
কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার।।
ছয়টি রিপুর কুমন্ত্রণায়,
মত্ত রইলাম ভবের মায়ায়,
করলাম শুধু লাভেরি কারবার,
আইলে ভবে যাইতে হবে,
ভাবলাম না একবার,
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার।।
গড়ল দেহ যে কারিগর,
রাখলাম না তার কোন খবর,
খেলায় খেলায় দিন গেলো আমার,
শেষ বিচারের আদালতে,
কেমনে পাবো পার,
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার।।