শাহনিুর রহমান: মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো.আনোয়ারুল হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এ্যাসোসিয়েট অফিসার প্রকৌশলী এস এম আবুল হোসেন, ডাঃ মোঃ আসলাম হোসেন, হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এস এম আব্দুল আহাদ, শাহিনুর ইসলাম প্রমুখ। এর আগে সকাল ৯ টায় হাসপাতাল ভবনে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রোগী দেখেন ডাঃ মোঃ আবু হুসাইন। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না। স্বাধীনতা নামটি যে সূর্য সন্তানরা এনে দিলো তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মার্কেটিং অফিসার এম রাশেদ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …