ভাইয়ের সাথে নিজেদের জমিতে গোবর সার ফেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা হাতে তুলতেই বিস্ফোরন। সাথে সাথে উড়ে গেলো সাতক্ষীরার গোদাঘাটার কলেজ ছাত্র ইউনুস আলি ছোটনের বাম হাত। তাকে দ্রুত সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।
হাত উড়ে যাওয়া যুবক ছোটন ওই গ্রামের ইয়াকুব আলি গাজীর ছেলে ও ঝাউডাঙ্গা কলেজের সম্মান শ্রেণির ছাত্র।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে ট্রলিতে তার মেঝ ভাই ফিরোজকে সাহায্য করছিলেন। এ সময় রাস্তার ধারে ফিরোজ একটি টিনের কৌটা দেখতে পেয়ে সেটি তার ছোট ভাই ছোটনকে দেখার জন্য দেন। ছোটন টিনের কৌটাটি খুলে পলিখিনমোড়ানা বস্তু দেখে কৌতুহলবশতঃ তাতে হাত দেন। বস্তুটি কী তা বুঝবার চেষ্টা করার আগেই সেটি বিস্ফোরিত হয়। এ সময় তার বাম হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় এনে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জানবার জন্য তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ছেলেটি আহত হয়েছে জানিয়ে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান। তবে বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে বলে তিনি আরো জানান
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …