কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী কয়া কলেজের সামনে নির্মিত ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিজামুল হক চুন্নু, অধ্যক্ষ হারুনর রশিদ ও নৈশপ্রহরী খলিলুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রশাসনকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, বিপ্লবী বীর বাঘা যতীনের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর প্রশাসনিকভাবে দুর্বৃত্তদের যেভাবে আটক করা হয়েছে এ ঘটনায়ও খুব দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে।
কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের বিভিন্ন দফতরকে কাজে লাগানো হয়েছে। দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, দোষীদের খুঁজে বের করতে কলেজের সভাপতি, অধ্যক্ষ ও নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।