আফগানিস্তানে কিরাত প্রতিযোগিতায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ১৫

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তালেবানের সঙ্গে যখন শান্তি আলোচনা চলছে; তখনই একের পর এক বোমা হামলার ঘটনা ঘটছে আফগানিস্তানে। খবর আফগানিস্তান টাইমসের।

গজনি প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা জানান, শুক্রবার বিকালে একটি কিরাত প্রতিযোগিতায় অনুষ্ঠান স্থলের কাছে একটি অটোরিকশায় পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।

আফগান সরকার ও তালেবানদের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই সম্প্রতি দেশটিতে হামলা-সহিংসতার পরিমাণ অনেক বেড়ে গেছে। পশ্চিমা দেশগুলো এ অঞ্চল থেকে ব্যাপকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও আফগানিস্তানে পুলিশের মুখপাত্র আহমাদ খান এ বিস্ফোরণের ঘটনায় তালেবানকেই দায়ী করেছেন।

Check Also

স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনি এক ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।