করোনায় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালকের মৃত্যু

কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলা মারা গেছেন।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল (৮০) বছর।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে, করোনা সংক্রমণ ধরা পড়ায় ৫ ডিসেম্বর মনজুরে মওলাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থার কোনো উন্নতি হয়নি।

পেশাজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করা মনজুরে মওলা গত শতকের আশির দশকের শুরুর দিকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে ছিলেন।

‘ভাষা শহীদ গ্রন্থমালার’ ১০১টি বই বাংলা একাডেমিতে তার অসামান্য কীর্তি।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।