সুন্দরবনে এক খেপনে ধরাপড়ল ( ৪০ মন ) ওজনের ট্যাংরা মাছ (ভিডিও)

https://www.youtube.com/watch?v=sQPdIuxW1tk&t=168s

এক খেপনে ( ৪০ মন ) ট্যাংরা মাছ ধরলেন সুন্দরবনের  জেলেরা

ডিসেম্বর ২০২০ ইংরেজি মাসের চলতি সপ্তাহে আমরা কয়েকজন বন্ধু মিলে সাতক্ষীরা থেকে সুন্দরবনের দুবলার চরে গিয়ে ছিলাম।   চরে নামা মাত্রই দেখলাম জাল থেকে ট্যাংরা মাছ ঝুড়ি ভরে গন্তব্য স্থলে নিয়ে যাচ্ছে। আমিমিাছের ভিড্ওি ধারণের চেষ্টা করলাম। এক ঘণ্টা সময় ধরে জাল থেকে সেই মাছ তুলা হলো। জেলেদের জ্ঞগাসা করলাম। এত মাছ কিভাবে ধরলে। তারা আমাকে জানালো ট্যাংরার ঝাকটি তাদের জালে আটকে  গিয়েছে। সেই মাছ ওজন দেয়ার পর দেখা গেল ৪০ মণ। পরে সেই মাছ গুলো বরফজাত করে খুলনার বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে আনা হলো।

ভাল লাগলে কপোতাক্ষ২৪ এ  SUBSCRIBED  করতে ভুলবেন না।

Check Also

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ ঘোষনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।