মোঃআকবর হোসেন, তালাঃসাতক্ষীরা তালায় মাগুরাইউনিয়নেরফলেয়াগ্রামেরমৃতশরফতুল্লাহ এর পুত্রবীর মুক্তিযোদ্ধা মোঃআনছারআলী শেখ কে গার্ড় অফ অর্নার এর মাধ্যমে রাষ্টীয়মর্যাদায় দাফনকরাহয়েছে। তিনি গত সোমবার(২১ ডিসেম্বর) নিজবাড়ীতেমৃত্যু বরনকরেন।ইন্নালিল্লাহিওয়া-ইন্নাইলাহিরাজেউন। মৃতকালেতারবয়সছিলো৭৫ বৎসর।তিনিএ্যাজমা(শ^াসকষ্ট)ও কিডনি রোগেভুগছিলেন।
এ বিষয়ে,তালাউপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারবীর মুক্তিযোদ্ধা মোঃমফিজউদ্দিনজানান,বীর মুক্তিযোদ্ধা মোঃআনছারআলী শেখ১৯৭১ সালে দেশ মাতৃকার সেবায়নিয়োজিতহয়েমুক্তিযুদ্ধে অংশগ্রহনকরেন। তিনি ৮ নং সেক্টরেরঅধিনেমাগুরা,বালিয়াদহএবংখুলনা জেলারঅন্তরগতকপিলমুনিতেযুদ্ধকরেন। তিনিমাগুরারবালিয়াদহেরপ্রশিক্ষন কেন্দ্রেট্রেনিংকরেন।উক্ত জানাজায়উপস্থিত ছিলেন, তালাউপজেলাআওয়ামীলীগেরসভাপতি শেখনুরুল ইসলাম, তালা থানারঅফিসাসইনচার্জ মেহেদীরাসেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারবীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা মোঃমইনুল ইসলাম, তালাসদর প্রেসক্লাবেরসাধারনসম্পাদক মোঃআকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধ গেীরপদ মন্ডল, মৃতবীর মুক্তিযোদ্ধাআনছারআলীর ছোটভাইরমজানআলী শেখ, বীর মুক্তিযোদ্ধাকার্তিক চন্দ্র পাল, আওয়ামীলীগ নেতা দেবাশিষসহশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।মৃতকালেতিনি ৩ পুত্র ও ২ কন্যাসহঅসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …