নতুন রাজনৈতিক দল গঠন করছেন নুর

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এই দলের নাম রেখেছেন ‘গণঅধিকার পরিষদ’।  মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছেন তিনি নিজেই।

নুরুল হক নুর বলেন, ‘আজ দেশে তারুণ্যের গণআন্দোলন শুরু হয়েছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকের তরুণ সমাজ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এই অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছি। শিগগিরই আমাদের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।’.

ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে নুরুল হক নুর (ছবি: ফোকাস বাংলা)ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে নুরুল হক নুর (ছবি: ফোকাস বাংলা)

তিনি আরও বলেন, ‘আপনারা ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারাদেশে গণতন্ত্রকামী, মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ হন। মানুষের অধিকার আদায়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আজ আমাদের এই লড়াই সংগ্রাম। সেই সংগ্রামে আপনাদের শামিল হওয়ার আহ্বান জানাই।’

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।