বোয়াল মাছের কেজি ২ হাজার ৭৫০ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার ভোররাতে পাবনার জেলে কালী হালদারের জালে ২৫ কেজি ১০০ গ্রাম ওজনের ওই বোয়াল মাছটি ধরা পড়ে।

জানা যায়, সকাল ৭টার দিকে জেলে কালী হালদার মাছটিকে বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত নাটু মোল্লার মৎস্য আড়তে আনলে উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখতে সেখানে ভিড় জমায়। পরে মাছটিকে উন্মুক্ত নিলামে উঠানো হলে ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান সম্রাট ও নুরু মিয়া যৌথভাবে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬৯ হাজার ২৫ টাকায় কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষনিক ভাবে মাছটিকে ৩ হাজার টাকা কেজি দরে ৭৫ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।

এ প্রসঙ্গে পাবনার জেলে কালী হালদার বলেন, প্রতিদিনের মতো গত সোমবার দিবাগত মধ্যরাতে সহযোগীদের নিয়ে নদীতে মাছ শিকার করতে যাই। জাল নদীতে ফেলার কিছু সময় পর ভোররাতের দিকে জালে বড় ধরনের একটা টান পড়ে। সঙ্গে সঙ্গেই আমরা জালটি টেনে তুলে দেখি জালে বিশাল আকৃতির এই বোয়াল মাছটি আটকে আছে। এরপর সকালে দৌলতদিয়ায় মাছের আড়ত এ আনলে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করে দেই। মাছটি পেয়ে আমার ভাগ্য ফিরেছে। অনেক দায়-দেনা হয়েছি। সেগুলো পরিশোধ করতে পারবো।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় কাতল বাঘাআইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় মাছ পাওয়া যাবে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ সাধারণত নদীতে এখন খুব একটা দেখা যায় না। এবার নদীর এ এলাকায় তেমন একটা ইলিশ পাওয়া  না গেলেও বড় বড় বিভিন্ন মাছ পাওয়া যাওয়াতে জেলেদের মুখে হাসি ফুটেছে।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।