মোঃ রুহুল আমিন,চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছায় নিয়ম অগ্রাহ্য করে গভীর নলকূপ স্থাপনের অনুমতি দেওয়ার অভিযোগে বিএডিসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নলকূপের মালিকরা।
বুধবার দুপুরে চৌগাছা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের চারজন গভীর নলকূপের মালিকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আকরামুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের মাঠে মাত্র ষাট বিঘা জমি আছে। এরমধ্যে চারটি গভীর নলকুপ আছে। গভীর নলকুপ প্রতিষ্ঠার নীতিমালায় বলা আছে যে, একটা থেকে আরেকটার দুরত্ব কমপক্ষে ৮২০ ফুট হতে হবে। কিন্তু এখানে আগে থেকেই এই নিয়ম মানা হয়নি। এরমধ্যে আরো একটি নলকুপ স্থাপনের অনুমতি দিয়েছে বিএডিসি। এটি করলে আমরা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবো। লিখিত বক্তব্যে তিনি অচিরেই এই নলকুপ স্থাপন বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।