নিজস্ব প্রতিনিধি : ২৫ ডিসেম্বর বড় দিন উৎসব উপলক্ষে খ্রিস্টীয় ধর্মালম্বীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ০৩টায় পৌরসভার ০৪নং ওয়ার্ডে সুলতানপুর এলাকায় বসুন্ধরা পাড়ায় শান্তিররানী মা মারিয়া চত্বরে পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিল কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল। অনুষ্ঠানের শুরুতে বড় দিনের উৎসবের আমেজে কোমলমতি শিশুরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কেন্দ্রীয় খিস্ট্র সমাজের সভাপতি জন হালদার, সাধারণ সম্পাদক পৌল সাহা, সদস্য ডমেনিক নয়ন, যুব প্রতিনিধি বিপ্লব সাহা প্রমুখ।
এসময় এলাকাবাসীরা বলেন, সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের প্রতিশ্রুতি অনুযায়ী শান্তিররানী মা মারিয়া চত্বর পর্যন্ত ঢালাই রাস্তা, ড্রেণ, রোড লাইট এবং চার ইঞ্চি পাইপ লাইনে পানি পৌছে দিয়েছে। যা বিগত ২৫ বছরে এমন উন্নয়ন দেখেনি বলে জানান এলাকাবাসী। তাই আবারও ০৪নং ওয়ার্ডে পৌর কাউন্সিলর হিসেবে কাজী ফিরোজ হাসানকে দেখতে চাই ঐ এলাকার মানুষ।
এসময় বাঁশতলা ও বসুন্ধরা পাড়া এলাকার ৫৩ টি খ্রিস্টান পরিবারের মাঝে বড় দিনের উৎসব উপলক্ষে চাল, ডাল, ময়দা, তেল, সেমাই, চিনি বিতরণ করা হয়। যা পূর্বে কেউ করেনি। পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সহযোগিতায় খ্রিস্টান পরিবার গুলি বড় দিনের উৎসব উপলক্ষে এমন উপহার খাদ্য সামগ্রী পেল। উপহার সামগ্রী পাওয়া পরিবারগুলি পৌর মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদেরকে ধন্যবাদ জানান। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।