গণহত্যায় যুক্ত ৪২ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে ইথিওপিয়ার সামরিক বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় বেনিশাক্সগুল-গুমুজ প্রদেশে বুধবার ওই গণহত্যা চালানো হয়। ইথিওপিয়ার মানবাধিকার কমিশন জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসীরা শতাধিক গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে। এরপরই ওই গণহত্যায় যুক্ত থাকার দায়ে অভিযুক্ত ৪২ জনকে হত্যা করে দেশটির সেনাবাহিনী। এ খবর দিয়েছে আল-জাজিরা।
স্থানীয় টিভি চ্যানেল ফানা প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে সেনাবাহিনীর ওই অভিযানের খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সেনাবাহিনী অভিযান থেকে সন্ত্রাসীদের ব্যবহার করা তীরসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে। এর আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই অঞ্চলে সেনা মোতায়েনের ঘোষণা দেন। এই এলাকায় প্রায়ই এ ধরণের জাতিগত সহিংসতা ঘটে থাকে।
এক টুইট বার্তায় আবি বলেন, বেনিসাঙুল-গুমেজ অঞ্চলে যে গণহত্যা হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক। সরকার এই সমস্যার মূল কারণ খুঁজে বের করবে এবং তার সমাধান করবে। সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত থাকার দায়ে ৫ সরকারি কর্মকর্তাকেও গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।