যশোরে চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক সন্তানের জননীর মৃত্যু: অন্যদিকে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা নিহত

মোঃ রুহুল আমিন(চৌগাছা) যশোর,প্রতিনিধিঃযশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় স্বামীর মটরসাইকেল থেকে সড়কে পড়ে নূর নাহার (২০) নামে এক সন্তানের জননী গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের ইমদাদুল ইসলামের মেয়ে। এসময় গৃহবধূর কোলে থাকা ৮ মাস বয়সী কন্যা সন্তান অক্ষত ছিল।
আজ শুক্রবার বেলা ২টার চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শশুরবাড়ি চাঁদপাড়া গ্রাম থেকে থেকে স্বামীর মটর সাইকেলে চড়ে বাবার বাড়ি সলুয়া গ্রামে যাওয়ার পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে পৌছালে শহরের তানজিলা অটো ব্রিকসের একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে মটরসাইকেল থেকে রাস্তায় সিটকে পড়ে ঘটনাস্থলেই নূর নাহারের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

 

ক্রাইমবাতা রিপোটঃযশোরঃ   যশোরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ছেলেও মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে হুদারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নয়ন (৫৩) সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আহত জাফরকে (২০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম যুগান্তরকে জানান, কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে নয়ন ও তার ছেলে গুরুতর জখম হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। আহত জাফরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে গেছে

Please follow and like us:

Check Also

দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের ৯ প্রার্থীর প্রতিক বরাদ্দ

দেবহাটা প্রতিনিধি: আগামী ২১ মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে দেবহাটায় ভোট গ্রহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।