বেনাপোলে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার

বেনাপোল পোর্ট প্রতিনিধি: যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের উত্তর পাড়া থেকে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরবর্তীতে জানা যায় মৃত ব্যক্তির নাম আলামিন ডাক নাম নয়ন(২৮)। নয়ন উক্ত গ্রামের মৃত মিজানুর রহমান মিজান এর পুত্র। নিহতের বোন মোসাম্মৎ লাবনী খাতুন(২২)  ক্রাইম নিউজ কে জানান “গভীর রাতে তাকে কে বা কারা ডেকে নিয়ে যায় তারপর আমরা ঘুমিয়ে পড়ি এবং সকালে বাড়িতে না পাওয়া গেলে তার ফোনে ফোন দিয়ে তার লাশটি খুঁজে পাই”। এলাকাবাসী ক্রাইম নিউজ কে জানান “তাকে মুখে কাপড় চাপা দিয়ে এবং গলায় তার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে”। লাশ উদ্ধার করতে বেনাপোল পোর্ট থানার ইনচার্জ ওসি মামুন খান ঘটনাস্থলে যান  ক্রাইম-নিউজ কে তিনি এ সম্পর্কে জানান “নয়নের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং লাশটিকে যশোর মর্গে পাঠানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখবে বেনাপোল পোর্ট থানা পুলিশ”। অত্র এলাকা এবং নিহতের বাড়ি পরিদর্শন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাহাবুদ্দিন মন্টু প্যানেল মেয়র বেনাপোল পৌরসভা। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

Check Also

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন

আহসান হাবীব: শহরঃ শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের তীব্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।