ক্রাইমবাতার যশোর আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

যশোর ব্যুরো: অনলাইন নিউজ পোর্টাল ক্রাইমবাতা ডট কমের যশোর আঞ্চলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর শহরের ভৈরব আইটি সেন্টারে সকাল ১০টায় প্রতিনিধিদের মাঝে পরিচয় পত্র বিতরণ, দিক নির্দেশনা প্রদান এবং তাদের পরামর্শ জানতে এ সম্মেলনের আয়োজন করে ক্রাইমবার্তা কর্তৃপক্ষ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী অনলাইন নিউজ পোর্টাল ক্রাইমবাতা ডট কমের চেয়ারম্যান আলহজ্ব তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের চীপ রিপোটার সাংবাদিক নেতা এম আইউব, গণমাধ্যম ব্যক্তিত্ব ক্রাইবাতার চীপ রিপোটার ওবায়দুল্লাহ। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শুরুতেই স্বাগত বক্তব্য দেন ক্রাইমবাতা ডট কমের ব্যবস্থপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাস।
অনুষ্ঠানে চৌগাছা প্রতিনিধি রুহুল আমিন,যশোর সদর প্রতিনিধি খালিদ ইবনে খলিল,ঝিকোরগাছা প্রতিনিধি আল আমিন,বেনাপোল প্রতিনিধি মো: আল আমিন,শার্শা প্রতিনিধি আব্দুল্লাহ,অভয়নগর প্রতিনিধি বিলাল মাহিনী,মনিরামপুর প্রতিনিধি এমএ আলীম, শহর প্রতিনিধি ইমরান হোসেন,কেশাবপুর প্রতিনিধি আখতারুজ্জামান,কোতালী প্রতিনিধি মোস্তফা কামাল,যশোর পলিটেকনিক প্রতিনিধি মাসউদুল ইসলাম,চাচড়া প্রতিনিধি রাজু হোসেন,প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনজুুরুল হাসানসহ অনেকে বক্তব্য রাখেন।
সম্মেলনে প্রধান অতিথি আলহজ্ব তৈয়েবুর রহমান জাহাঙ্গীর হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশনের আহবান জানান।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।