যশোর জেলার শার্শা উপজেলার বাগাছরা তদন্ত কেন্দ্রের সেতাই জোড়া ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ৪২বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক বাগাছরা পুলিশ ফাঁড়ি। আটককৃত আসাদি সিরাজুক ইসলাম (৫৬) সে তার গ্রামের হাতে মোল্লার ছেলে। তার কাছ থেকে যে মদ পাওয়া গেছে তা হলো ভারতীয় সিক্সটি ধরনের মদ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সেটাই জোড়া ব্রিজের পাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি ক্রাইম-নিউজ কি নিশ্চিত করে বাগাছরা ফাঁড়ি পুলিশ। ফাড়ি থেকে আরো জানানো হয় আসামিকে শার্শা থানার অধীনে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন উত্তম কুমার বিশ্বাস।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …