চৌগাছায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

মোঃ রুহুল আমিন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা) ৩য় শ্রেণির কর্মচারী পরিষদ মানব বন্ধন করেছেন। নূন্যতম  বেতন গ্রেড ১২তম  এবং পর্যায়ক্রমে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন করেন।

উপজেলা সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩য় শ্রেণির কর্মচারীরা  অংশ নেন।

মানববন্ধনের পূর্বে সংগঠনের নেতারা ৬ দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসরা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট স্বারকলিপি জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিনিয়র সহসভাপতি মুনতাজ আলী, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক ইসমোতারা, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক, প্রচার সম্পাদক, হূমায়ন কবির, অর্থ সম্পাদক আরজান আলী, দপ্তর সম্পাদক, হারুন অর রশিদ প্রমুখ।

বেতন, পদন্নতি, কর্মঘন্টা,্ উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষার্থীর সংখ্যার অনুপাতের ভিত্তিতে কর্মচারী নিয়োগসহ ৬  দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান মানববন্ধনের বক্তারা।

Check Also

আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী

আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।