অভয়নগরে ৬০ হাজার শিক্ষার্থী পাবে নতুন বই

বিলাল মাহিনী (অভয়নগর যশোর) :২০২১ সালের জানুয়ারি  মাসের শুরুতে যশোরের অভয়নগরে ৬০ হাজার ৫৪ জন শিক্ষার্থী পেতে যাচ্ছে নতুন বই। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে স্কুলে উপস্থিত হয়ে বই সংগ্রহ করতে পারবে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অভিভাবক সাথে নিয়ে সংগ্রহ করতে পারবে নতুন বই।
এ প্রতিবেদককে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার অভয়নগর উপজেলার ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থী দুই লাখ ৭২ হাজার ৫৮১ কপি বই পাবে।
এছাড়া দাখিল পর্যায়ের ২১টি মাদরাসার চার হাজার ৪০০ শিক্ষার্থী পাবে ৬০ হাজার ৫৮০ কপি বই। এবতেদায়ী পর্যায়ের ৩৫টি মাদরাসার পাঁচ হাজার ৫০০ শিক্ষার্থী পাবে ৪১ হাজার ৫৭৬ কপি বই। উপজেলার ৭টি ভোকেশনাল (এসএসসি) প্রতিষ্ঠানের ৩৪০ শিক্ষার্থী পাবে সাত হাজার ৪৪৫ কপি বই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নতুন বই সংগ্রহের কাজ চলমান আছে। ৩১ ডিসেম্বরের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে বলে নিশ্চিত করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৭০টি সরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের দেওয়া তালিকা অনুযায়ী সরকার কর্তৃক ২৭ হাজার ৮১৭ সেট নতুন বই পাওয়া গেছে।
যার মধ্যে প্রাক প্রাথমিক পর্যায়ের চার হাজার ১৬৯ সেট। এ ছাড়া প্রথম শ্রেণির চার হাজার ৮৯৮, দ্বিতীয় শ্রেণির পাঁচ হাজার ৬০, তৃতীয় শ্রেণির পাঁচ হাজার ১২, চতুর্থ শ্রেণির চার হাজার ৮২৫ এবং পঞ্চম শ্রেণির তিন হাজার ৭৬০ কপি বই রয়েছে।
প্রায় ৮০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বই সংগ্রহ সম্পন্ন করেছে। ৩১ ডিসেম্বরের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম নিশ্চিত করেন।
জানা গেছে, এবার ক্লাস ও রোল অনুযায়ী নতুন পাঠ্যবই প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। ভিন্ন ভিন্ন দিনে ক্লাস ও রোল শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশবোর্ডে টানিয়ে দেওয়া হেব। তালিকা মোতাবেক নির্ধারিত দিনে বই বিতরণ করা হবে।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।