চুরি করতে এসে ধরা পিকআপসহ ৩ চোর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি করতে এসে জনতার হাতে পিকআপসহ ৩ চোর ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামে।

জানা যায়,শনিবার রাত ১টার দিকে আলীনগর গ্রামের আবু সাঈদের বাড়িতে চোর প্রবেশ করে অটোরিক্সার ব্যাটারি খোলার চেষ্টা করে, শব্দ শুনে গৃহকর্তা বুঝতে পেরে চিৎকার করলে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে। জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। আটককৃতরা হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউপির মরিচারচর গ্রামের আব্দুল জলিলের পুত্র হানিফ, ময়মনসিংহ সদর শম্ভুগঞ্জের কোদালধর গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র সোহেল ও নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বল্পসনয় গ্রামের এমদাদুল হক বিশ্বাসের পুত্র আমিনুল ইসলাম।  খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জনতার হাতে থেকে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, আটককৃতরা চুরি করতে এসেই জনতার হাতে ধরা পড়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।