পাকিস্তানে ১১ শিয়া খনি শ্রমিককে গুলি করে হত্যা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি থেকে ১১ জন শ্রমিককে অপরহরণের পর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। নিহতরা সবাই হাজরা শিয়া মতাবলম্বীর জনাগোষ্ঠী।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, তাদের সবাইকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিন্দা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অপহরণের পর তাদের একটি পাহাড়ে নিয়ে যায়।  রোববার তাদের গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। অন্য পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এদিকে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহরণকারীদের সন্ধানে বেলুচিস্তানের পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

কোয়েটার ডেপুটি কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

প্রসঙ্গত, বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ছয় লাখ শিয়া মতাবলম্বী হাজরা জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।