আইনজীবীকে পুলিশি নির্যাত‌নে হত্যার অভিযো‌গে মামলা

ব‌রিশা‌লে পু‌লিশি নির্যাত‌নে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ক‌রিম রেজাকে হত্যার অভি‌যো‌গে উপ-প‌রিদর্শক (এসআই) ম‌হিউদ্দিন‌ মাহির বিরুদ্ধে মামলা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রেজার বাবা ইউনুস মু‌ন্সী বাদী হ‌য়ে আদাল‌তে এ মামলা করেন।

বাদীপ‌ক্ষের আইনজীবী মহ‌সিন মন্টু জানান, আদালত আগামী ২৩ ফেব্রুয়ারির ম‌ধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পি‌বিআই) প‌রিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা‌কে দি‌য়ে তদন্ত ক‌রে এ বিষয়ে প্র‌তি‌বেদন দা‌খি‌লের নি‌র্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আদালতের বিচারক মো. ‍আনিসুর রহমান ‍এ ‍আদেশ দেন।

এদি‌কে, এ ঘটনায় অভিযুক্ত বরিশাল গো‌য়েন্দা পু‌লিশের উপ-প‌রিদর্শক (এসআই) ম‌হিউদ্দিন‌ মাহিকে প্রত্যাহার ক‌রে পু‌লিশ লাইনসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

বাদীপ‌ক্ষের আইনজীবী বলেন, ‘নিহত রেজাউল ক‌রিম রেজার বাবা নির্যাতন ও হেফাজ‌তে মৃত্যুর অভি‌যো‌গে এই মামলা দ‌য়ের করেন। মামলায় মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক ম‌হিউদ্দিনসহ অজ্ঞাত আরও দুই পু‌লিশ সদস্য‌কে আসামি করা হ‌য়ে‌ছে।’

এদি‌কে, বরিশাল মে‌ট্রেপ‌লিটন পু‌লি‌শ ক‌মিশনার শাহাবু‌দ্দিন খান জানান, প্রশাস‌নিক কারণে ম‌হিউদ্দিন‌ মাহিকে মহানগর গো‌য়েন্দা বিভাগ থে‌কে প্রত্যাহার ক‌রে পু‌লিশ লাইনসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, গত ২৯ ডি‌সেম্বর শিক্ষান‌বিশ আইনজীবী রেজাউল ক‌রিম রেজা‌কে নগরীর হা‌মিদ খান সড়ক থে‌কে ধ‌রে নি‌য়ে যান মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক ম‌হিউদ্দিন মাহি। ৩০ ডি‌সেম্বর রেজা‌কে এক‌টি মাদক মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে আদালতের মাধ্যমে কারাগা‌রে পাঠানো হয়। ১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় তিনি অসুস্থ হ‌য়ে পড়লে প্রথ‌মে কারা হাসপাতাল ও প‌রে শের-‍ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতা‌লে পাঠানো হয়। ২ জানুয়ারি রাত ১২টা ৫ মি‌নি‌টে রেজার মৃত্যু হয়।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।