আক্তারুজ্জামান কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোর কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণসহ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ভাইস চেয়ারমান পলাশ কুমার মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, জাকির হোসেন মুন্না উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান কবীর, মোঃ নাছিম, পৌর ছাত্রলীগ নেতা হাবীব, সাইফুর, কলেজ ছাত্রলীগ নেতা রায়হান কবীর। ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর, আব্দুল্লাহ, মুন্নাফ, সাজু, দূর্জয়, রাসেল মোড়ল, স্বাধীন, রিফাত, রূদ্র প্রমুখ।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ইস্রাফিল কবির, গীতা পাঠ করেন পৌর ছাত্রলীগ নেতা অভিরুপ চক্রবর্ত্তি অটল।পরে অতিথিবৃন্দ ও ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।