যশোর-চুকনগর সড়ক ফোর লেনে উন্নতি, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অথনৈতির চাকা ঘুরে দাঁড়াবে

আক্তারুজ্জামান কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ-

অবশেষে যশোর কেশবপুর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। যশোর- সাতক্ষীরা -খুলনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী যশোর-কেশবপুর-চুকনগর সড়কটি চার লেনে উন্নতি করণ।
তার প্রেক্ষিতে সরকারী বরাদ্দে এডিবির অর্থে অবশেষে যশোর- সাতক্ষীরা সড়কের রাজারহাট হতে কেশবপুর হয়ে চুকনগর পর্যন্ত চার লেন রাস্তা নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ।এ সড়কটি গুরুত্বপূর্ণ হলেও এতদিন যাবৎ ছিল অবহেলিত। ফলে সাধারণ মানুষ ব্যবসায়ীদের যাতায়তের বিড়ম্বনা পোহাতে হতো । এ বিষয়ে মাছ ব্যবসায়ী মোজাহার আলী জানান, এই রাস্তা হওয়ার ফলে দক্ষিণ অঞ্চলের পন্য সরাদেশে দ্রুত পৌছিয়ে দিতে পারবে তাতে দক্ষিণ অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আর্থিক দিক থেকে লাভবান হবে। এই মহাসড়কটি শেষ হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলসমূহের স্থল বন্দর ভোমরা, চিংড়ির রাজধানী সাতক্ষীরা কালীগঞ্জ, শ্যামনগর, খুলনার, কয়রা পাইকগাছার বিভিন্ন ব্যবসায়ীদের যাতায়তের সফলতা বয়ে আনবে পাশাপাশি ব্যাপক আর্থিক ও অবকাঠামো উন্নয়ন সাধিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যশোর সড়ক ও জনপদ বিভাগ ৩৬৬ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে সড়কি টউন্নয়ন হচ্ছে। যা একনেক বরাদ্দ দিয়েছে। সূত্র মতে সড়কটিতে ৪টিঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে। সিডিউল অনুযায়ী সড়কটি চওড়া ১০.৩মিটার অর্থাৎ ৩৩ফুট ও দীর্ঘ ৪০ কিলোমিটার। জানা যায় আগামী ২০২১ সালের ডিসেম্বর মাসে একাজ সম্পন্ন করতে নির্দেশনা রয়েছে। সড়ক নির্মানের ধরন হবে ফ্লেকসিবল পেভমেন্ট ও রিজিড পেভমেন্ট। ৩৮.২৬৫কিঃমিঃ সড়কের প্রায় ১১কিঃমিঃ সড়ক বন্যা মুক্ত রাখতে উচু করা হবে। এ প্রকল্পের পি এম নির্বাহি প্রকৌশলি এস এম মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান রাস্তা সিডিউলের নিয়ম অনুয়ায়ী তৈরী করা হচ্ছে ।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।