অভয়নগরে ১শ নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ!

বিলাল মাহিনী (অভয়নগর)যশোর,প্রতিনিধিঃ

অভয়নগরের শিল্প শহর নওয়াপাড়ায় যশোর জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ১০০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে নিবন্ধনহীন সহ বিভিন্ন অনিয়মের কারণে ১৬টি মামলায় মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।

অভিযানের নের্তৃত্বে থাকা যশোর জেলা সদর ট্রাফিকের টিআই আরিফ হোসেন জানান, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়ার ভাঙ্গাগেট, বেঙ্গল রেলগেট, নূরবাগ ও স্বাধীনতা চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হয়।

এসময় নিবন্ধনহীন ও কাগজপত্রে বিভিন্ন অনিয়মের কারণে ১৬টি মামলায় ১০০টি মোটারসাইকেল জব্দ করা হয়। পরে জব্দকৃত মোটারসাইকেল অভয়নগর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।