অভয়নগরে সাংবাদিক শাহিনের ওপর হামলা, থানায় মামলা, আসামি গ্রেপ্তার

বিলাল মাহিনী (অভয়নগর) যশোর,প্রতিনিধিঃ

অভয়নগরের দৈনিক নওয়াপাড়ার প্রধান প্রতিবেদক, দৈনিক সময়ের খবরের অভয়নগর উপজেলা প্রতিনিধি ও নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ ও তাঁর স্ত্রী ইসফাত আরা আইরিনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

গতকাল দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপাদী গ্রামের নতুন বাজার সংলগ্ন নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ঘটনার সাথে জড়িত ধোপাদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে প্রধান আসামি এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও প্রতারক এস এম রিপন (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত সাংবাদিক শাহিন ও তাঁর স্ত্রীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন সাংবাদিক শাহিনের স্ত্রী জানান, বুধবার দুপুরে আমাদের ৮ বছর বয়সি কন্যা তাছনিয়ার সঙ্গে প্রতিবেশী ওই মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী এস এম রিপনের শিশুর বিবাদ হয়
এরই জের ধরে আনুমানিক বেলা সোয়া ২ টার সময় এস এম রিপন ও তাঁর স্ত্রী হীরা বেগম এবং তাদের সহযোগি একই গ্রামের আমিনুরের স্ত্রী ফরিদা বেগম আমাদের বাড়িতে আসে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে আমার স্বামী প্রতিবাদ করে।

এক পর্যায়ে রিপন তাঁর হাতে থাকা মোটা কাঠের লাঠি দিয়ে আমার স্বামীকে পেটাতে শুরু করলে অপর দুই নারীও লাঠি দিয়ে পেটাতে থাকে। আমি ঠেকাতে গেলে তারা আমাকেও পিটিয়ে জখম করে এবং পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত জখম অবস্থায় আমাকে ও আমার স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাতে অভয়নগর থানায় হামলাকারী তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। চিকিৎসাধীন সাংবাদিক ও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাদিয়া জাহান বলেন, সাংবাদিকের মাথা ও নাকে আঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি শঙ্কামুক্ত কিনা তা ২৪ ঘন্টা পর বলা যাবে। সাংবাদিকের স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন আছে, তিনি শঙ্কামুক্ত। এ ব্যাপারে অভয়নগর থানার (ওসি) মো. তাজুল ইসলাম জানান, সাংবাদিক ও তাঁর স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। যা অত্যন্ত ঘৃণার কাজ।
মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতল অপর দুই আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক জানান, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ ও তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে। প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। অন্য আসামি গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে।

নওয়াপাড়া প্রেসক্লাব, ভৈরব চিত্রা রিপোর্টারস ইউনিটিসহ সাংবাদিক মহল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।