আব্দুল আলিম: মনিরামপুর: যশোর মনিরামপুর উপজেলায় জালাল উদ্দীন (৫৫) নামে এক চা বিক্রেতার মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার খালিয়া গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন ধানক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জালাল উদ্দীন একই গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে। তার মাথায় দুর্বৃত্তদের আঘাতে মৃত্যু হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
প্রতিবেশীরা জানান, জালাল প্রতিদিনের মতো বৃহস্পতিবার ফজরের আজানের আগে বাড়ি থেকে দোকানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে খালিয়া ঈদগাহসংলগ্ন অরূপ মল্লিকের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একই গ্রামের মিকাইল হোসেন জানান, হত্যাকাণ্ডের শিকার জালাল উদ্দীন তার প্রতিবেশী মৃত আজিবর রহমানের ছেলে। খালিয়া মাদ্রাসার সামনে তার একটি চায়ের দোকান রয়েছে।
মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের সর্বাত্মক চেষ্টা চলছে।