খাগড়াছড়ি বদলী করলেও অন্যায়ের কাছে মাথানত  করবো না তালার ইউএনও

মোঃ আকবর হোসেন, তালাঃ খাগড়াছড়ি বদলী গেলেও অন্যায়ের কাছে মাথানত  করবো না৷  সাতক্ষীরা তালা সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এমনই কথা বলেন তালা সদ্য যোগদানকৃত  ইউএনও মোঃ তারিফ-উল-হাসান ৷
সাতক্ষীরা তালায় রবিবার (১০ জানুয়ারি)  তালার সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান এর সহিত তালা সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ৷
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তালা সদর প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক মানবজমিন ও আঞ্চলিক  পত্রদুত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল জব্বার, সদর প্রেসক্লাবের সহ-সভাপতি ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান(হাসান),  তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক মানবকন্ঠ, আঞ্চলিক দৈনিক খুলনা, দৈনিক সাতনদী, দৈনিক জাহানাবাদ, সাপ্তাহিত জনতার পত্রিকার প্রতিনিধি মোঃ আকবর হোসেন,  সদর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক সমাচার দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মনিরুজ্জামান,   সদর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, এশিয়া টিভি ও  দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিনিধি  ইলিয়াস হোসেন, দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি প্রভাষক নাজমুল ইসলাম মাহী, আনন্দ টিভির ক্যামেরাম্যান আব্দুর রউফ, সদর প্রেসক্লাবের সদস্য মোঃ ইউনুছ আলী, মোঃ মনিরুজ্জামান শুভ প্রমুখ ৷
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান বলেন, আমি তালা বাসির জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে চাই, দূনীতিমুক্ত,  মাদকমুক্ত , সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই৷  সবাইকে সাথে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে তালা উপজেলাকে মডেল তালা গড়তে চাই ৷  যে কোন মুল্যে সরকারের উন্নয়নকে তরান্বিত করতে চাই ৷  সেই জন্য যতই প্রতিবন্ধকতা  আসুক না কেন, তালার জনগনকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনসাল্লাহ ৷  এতে যদি আমার খাগড়াছড়ি বদলীও যেতে হয় তবুও অন্যায়ের কাছে মাথানত  করবো না ইনসাল্লাহ ৷

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।