খুলনায় ইয়াবা বিক্রেতাদের ধরতে গিয়ে ডিবির ‘সোর্স’ নিহত

খুলনা ব্যুরো   খুলনা মহানগরীতে মাদক বিক্রেতাদের গ্রেফতারের সময় ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের এক ‘সোর্স’ নিহত হয়েছেন। নিহতের নাম মো. শফিকুল ইসলাম (৩৫)।

মঙ্গলবার রাত ১১টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জখম হয়েছেন আরও দুই ‘সোর্স’।

লবণচরা থানার ওসি সমীর কুমার সরদার জানান, রাত ১১টার দিকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও তিন সোর্সসহ গোপন খবরের ভিত্তিতে ক্রেতা সেজে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকার বাহাদুর লেনে অভিযানে যায়।

গোয়েন্দা পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা অতর্কিতভাবে মহানগর ডিবি পুলিশ ও ‘সোর্সের’ ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের এএসআই ও দুই ‘সোর্স’ গুরুতর জখম হন।

তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানে চিকিৎসাধীন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।