চৌগাছায় মেয়র পদে কামাল আহমেদের মনোনয়নপত্র জমা

মোঃ রুহুল আমিন,চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

চতুর্থ ধাপের নির্বাচনে যশোরের চৌগাছা পৌরসভা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মাষ্টার কামাল আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সহকারি রিটার্নিং অফিসার আব্দুর রশিদের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা এবং কামাল আহমেদের ভোট কর্মী মাও. রেজাউল ইসলাম, সরোয়ার হুসাইন, মাসুদ পারভেজ, ইকবল হোসেন, জিল্লুর রহমান, দিরাজুল ইসলামসহ বেশ কয়েকজন কর্মী  উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সংবাদ কর্মীদের বলেন, নির্বাচিত হতে পারলে  সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত পরিবেশবান্ধব, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত অত্যাধনিক মডেল পৌরসভা গড়ব।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।