সাতক্ষীরায় অনুমোদনহীন পলিথিন কারখানার ব্লেডে প্রাণ গেলো শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় অনুমোদনহীন পলিথিন কারখানার বে¬ডে কাটা পড়ে আরিফ হোসেন জুয়েল (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদাহ নামক স্থানে অনুমোদনহীন পলিথিন কারখানায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানার পুলিশ পলিথিন কারখানার মালিক মিলন সাধু (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানিয়ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত জুয়েল পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ মুনছুর আলীর পুত্র। প্রতিদিনের ন্যায় পলিথিন কারখানায় কাজ করছিলেন জুয়েল। সন্ধ্যার দিকে কর্মরত অবস্থায় খারখানার মেশিনের বে¬ড ভেঙে তাঁর মাথাসহ মুখমন্ডলে লাগলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ বিষয়ে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানিয়েছেন, এ ধরণের পলিথিন কারখানার অনুমোদন হয় না।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।