নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় স্বামীর সাথে বিরোধের জেরে স্ত্রীকে প্রকাশ্যে মারপিটের অভিযোগ উঠেছে। ১৩ জানুয়ারি বুধবার সকাল ৯টায় সুলতানপুর বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, কাটিয়া লস্করপাড়া গ্রামের হাজী আব্দুল খালেক সরদারের পুত্র আফজাল হোসেন মিঠুর সাথে সুলতানপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র ছাত্রলীগের সাবেক বহিস্কৃত নেতা শেখ জুয়েল হাসানের সাথে পূর্ব শত্রুতা রয়েছে। বুধবার সকালে আফজাল হোসেন মিঠুর’র স্ত্রী অহিদা ইশরাত প্রমা সুলতানপুর বড় বাজারের পদ্মা ফিসে গেলে তাকে দেখা মাত্রই শেখ জুয়েল হাসান অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে প্রতিবাদ করলে জুয়েল হাসান প্রকাশ্যে প্রমাকে মারপিট করে। তলপেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। শ^াসরোধ করে হত্যার করে। এছাড়া তার পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতানি ঘটায়। সে সময় স্থানীয়রা এগিয়ে এসে জুয়েলের হাত থেকে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ভুক্তভোগীর স্বামী আফজাল হোসেন মিঠু আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …