মিনিস্টার গ্রুপে ডিএম পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার হাসান

নিজস্ব প্রতিনিধিঃমিনিস্টার গ্রুপে ডিএম পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার হাসান। মিনিস্টার হেডকোয়ার্টার গুলশান-২ অফিসে ব্রান্ড ম্যানেজার গোলাম কিবরিয়া এর পরিচালনায় শনিবার দিনব্যাপী ব্যবসা উন্নয়ন নীতিমালা-২০২১ অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই ডাইরেক্টর এম এ রাজ্জাক খান (রাজ), মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস দিলরুবা তনু, নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির, ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহ আলম, ও অন্যান্য পরিচালক, সারাদেশ থেকে আগত কর্মকর্তাদের নিয়ে ভালো পারফর্মেন্সকৃত ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে পদোন্নতি প্রদান করেন। উল্লেখ্য হাসানুর রহমান হাসান ২০১৪ সা মিনিস্টার গ্রুপে যোগদানের পর হতে দক্ষতার সাথে কাজ করার ফলে ডিএম পদে পদোন্নতি পেয়েছেন।
এছাড়া তিনি আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন ও মাসিক ভালো কাজ ফেসবুক গ্রুপের এডমিন, তিনি বিভিন্ন সময়ে খেলাধুলা ও মাদক বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন।
তিনি মিনিস্টার গ্রুপে দক্ষতার সাথে দায়িত্ব পালন ও সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পারেন সেই জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Check Also

ঈদে সুন্দরবন ভ্রমণে হাজারো পর্যটকের ভীড়

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জ এর আওতাধীন সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের কলাগাছিয়া ফরেস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।