স্টাফ রিপোর্টার \ আগামী ১৪ ফেব্র“য়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ’২১ উপলক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে চার জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা নেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর। সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে ২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২জন। দুই দিনে ২১ জন প্রার্থী তাদের মানোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে মেয়র পদে কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি। দ্বিতীয় দিনে সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন ১নং ওয়ার্ডে মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ৩নং ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন (চান্দু), সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে গুলশান আরা ও শাহিদা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …