নিজস্ব প্রতিনিধি : আগামী ১৪-ই ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাতক্ষীরা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর। মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে মেয়র মনোনয়ন পত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু এবং কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ১২ জন প্রার্থী। মেয়র পদে ০১ জন, সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে ১০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ০২ জন। মনোনয়ন পত্র জমা দেওয়ার তৃতীয় দিনে সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছে ০১নং ওয়ার্ডে মো. কায়ছারুজ্জামান হিমেল, আহসান আজীম (লাভলু) ও মো. আছাদুল ইসলাম ঢালী, ০৩নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ মুজিবর রহমান, ০৫ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছে মো. মিজানুর রহমান, ০৬নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ মাহমুদ হোসেন ও মো. রফিকুল ইসলাম, ০৭ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. আব্দুর রশিদ ও মো. জাহানুর হোসাইন (সাগর), সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডে জ্যোৎ¯œা আরা, ০৭,০৮ ও ০৯নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন রাবেয়া পারভীন। গত তিন দিনে মোট ৩৩ জন প্রার্থী তাদের মানোনয়ন পত্র দাখিল করেছেন। সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭/০১/২০২১, মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯/০১/২০২১ তারিখ, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬/০১/২০২১ তারিখ, ২৭/০১/২০২১ তারিখ প্রতীক বরাদ্ধ এবং ভোট গ্রহণ আগামী ১৪-ই ফেব্রুয়ারি।