চৌগাছা পাবলিক লাইব্রেরির নতুন কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন,চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছা পাবলিক লাইব্রেরির ১০ম কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় চৌগাছা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই শপথ অনুষ্ঠিত হয়।

শপথ পরিচালনা করেন পাবলিক লাইব্রেরির ১০ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশন প্রধান চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহ-অধ্যাপক আতিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরির সভাপতি প্রকৌশলী এনামুল হক।

শপথ অনুষ্ঠানের আগে লাইব্রেরির নবনির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুন শামীম আক্তার লিখনের সঞ্চালনায় নির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক লাইব্রেরির সভাপতি প্রকৌশলী এনামুল হক। সংক্ষিপ্ত আলোচনা করেন লাইব্রেরির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
শপথ অনুষ্ঠানের অংশ নেন পাবলিক লাইব্রেরির নবনির্বাচিত সহ-সভাপতি অ্যাডভোকেট তজিবর রহমান, সহ-অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল, অর্থ-সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুন শামীম আক্তার লিখন, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক জাফর ইকবাল লিটন, নির্বাহী সদস্য যথাক্রমে নাসরিন সুলতানা, অমেদুল ইসলাম, আকরামুল ইসলাম, শওকত আলী, সামাউল ইসলাম, সাহিদুজ্জামান সবুজ, মোঃ আলমগীর, আক্তারুজ্জামান, হাবিবুর রহমান স্বপন ও রতন হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য চৌগাছা সরকারি কলেজের সহ-অধ্যাপক আব্দুল হামিদ কেনেডি ও চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মশিয়ার রহমান, পাবলিক লাইব্রেরির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।